• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :

আসামীরা প্রকাশ্যে, গ্রেফতারে অনিহা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের!

বিডিনিউজ আই ডেস্ক : / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার চা দোকানি মোঃ নাজির এর পুত্র আরমানকে ২৫ জুন গোদনাইল ভূইয়াপাড়া বালুর মাঠে রাত ১১টায় ছিনতাই করার উদ্দেশ্যে কয়েকজন মাদকসেবি ও মাদকবিক্রেতা-ছিনতাইকারী গতিপথ রোধ করে টাকা পয়সা মোবাইল হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় বাসের হেল্পার আরমান ও তার বন্ধু রাকিব বাঁধা দিলে ছিনতাইকারীদের হাতে থাকা ছুঁরি দিয়ে তাদের দু’জনকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় আরমান এর বাবা নাজির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় প্রথমে অভিযোগ এবং পরে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং –

মামলার একজন আসামী গ্রেফতার হলেও বাকি আসামিদের গ্রেফতারে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছে পুলিশ। এমনটাই অভিযোগ বাদি ও তার পরিবারের। তাদের অভিযোগ- অন্যান্য আসামীদের মধ্যে মোঃ কাশেম এর ছেলে মো. ফারুক (৩৫), আলী হোসেন এর ছেলে মো. আবির(২০), মো. পায়েল, মৃত মনসুর এর ছেলে মো. কাশেম এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন- বারবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলেও আজ কোমড় ব্যথা, কাল পারিবারিক সমস্যা দেখিয়ে আসামীদের গ্রেফতারের কোনো ভূমিকা নেই দায়িত্বরত পুলিশের। ফলে দীর্ঘদিন হলেও গ্রেফতার না হওয়ার কারনে আসামীরা বেপরোয়া হয়ে বাদীকে মামলা তুলে নেবার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে একাধিকবার কথা বললে তিনি প্রতিবারই বিষয়টি এড়িয়ে যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..