নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের পক্ষ আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিকাল ৫টার দিকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান নাসির, সহ-সভাপতি অলিউল্লাহ ভূইয়া তুহিন, সহ-সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক সাইদুর হাসান ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক নুর আফসা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ও কার্যকরি সদস্য নুরুল হক প্রমুখ।
এ সময় সাবেক সেনা কর্মকর্তাদের আড়াইহাজার শাখা কল্যাণ সংস্থার পক্ষ থেকেও বিদায়ী ওসি’কে সংধ্বর্না প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সাজেন্ট (অব) ফারুক আহমেদ, সাজেন্ট (অব) ইউছুফ আলী মোল্লা, সাজেন্ট (অব) আব্দুর রাজ্জাক, করর্পোরাল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, শ্রী ভোলা নার্থ ভৌমিক ও করর্পোরাল শাহেংসা প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...