• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়ঃ সাবেক এমপি গিয়াস উদ্দিন গলাচিপায় দুইদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন  যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ না.গঞ্জ সদরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র এইচএসসি,আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রোমেন

কাশিপুর ৯নং ওয়ার্ডে খোকন সরদারের গণসংযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে শফিউদ্দিন খোকন সরদারের সমর্থনে মিছিল

বিডি নিউজ আই: আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নারায়ণগঞ্জ সদর উপজেলার সর্বত্র । পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে বাজার-ঘাট সবখানে আলোচনার মূল বিষয় নির্বাচন।
কাশীপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার শফিউদ্দিন খোকন সরদার ফুটবল মার্কা নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। প্রায় প্রতিদিন-ই দেওভোগ মাদ্রাসা এলাকার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে শফিউদ্দিন খোকন সরদারের সমর্থনে এ মিছিল বের হয়।

গণসংযোগ কালে খোকন সরদার বলেন, আসলে বক্তব্য দেয়ার মতো কিছু নেই। আমার ওয়ার্ডের কর্মীরা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে এসেছে এবং আমি আজ তাদের মাঝে যে ভালবাসা পেয়েছি আমি সারাজীবন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। তাদের এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না।

আমার ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে মানুষ যেভাবে আমার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠানে ঝাপিয়ে পড়েছে আমি তাদের কাছে চির ঋণি হয়ে রইলাম। এই পাচঁ বছরে আমি যে উন্নয়ন কাজ করেছি আমি আশা করবো এই প্রতিদান আমি আগামী নির্বাচনে পাবো। আমি শতভাগ আশাবাদী।

কারণ, আমি উন্নয়ন করেছি। করোনা থেকে শুরু করে এই পর্যন্ত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সেবা ও সাহায্য সহযোগিতা করেছি।

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে খোকন সরদার জানান, এই পাঁচ বছরে আমি মাদক নিমূলে যথেষ্ঠ সোচ্চার ছিলাম। এই নির্বাচনে জয়লাভ করে আমি আমার ওয়ার্ড থেকে মাদক চিরতরে নির্মূল করবো, ইনশাল্লাহ। ৯ নং ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তির ছেলেরা এই মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে।

খোকন সরদার আরো বলেন, আমাদের কাশীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল ভাই আমাকে এই ওয়ার্ডে উন্নয়নের স্বার্থে যা দিয়েছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না।

দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের ঢল নেমে আসে খোকন সরদারের গণসংযোগ কালে। গণজোয়ারে জনসমুদ্র আগামী ১১ নভেম্বর ভোটের ব্যলটে প্রমান দিবে জনপ্রিয়তার। প্রিয় নেতাকে জয়ের মালা উপহার দেবে কাশীপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের জনতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..