নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার কারণে নাকাল এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২২ জুন) সকালে অনুষ্ঠিত ওই মানববন্ধনে জাহানারা নামে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শামীম ভাই (নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান) আপনাকে অনুরোধ করলাম, আদমজী ইপিজেডে আসুন। আপনি নিজ চোখে দেখে যান, আমরা কী দুর্ভোগে আছি। গরীব মানুষের আল্লাহও নাই, শামীম ভাইও নাই।’
ওই নারী আরও বলেন, ‘শামীম ভাই আপনার কাছে অনুরোধ আপনি একবার আসুন। মতি ভাই (নাসিকের প্যানেল মেয়র-২ মতিউর রহমান) আপনার কাছে অনুরোধ করি, আপনি প্যানেল মেয়র হয়ে একবারও আসলেন না। আমার শামীম ভাইও আসে না, আপনিও আসেন না। আাপনি প্যানেল মেয়র আপনার দায়িত্ব আমাদের দেখার। ২৭টি ওয়ার্ডের দায়িত্ব আপনার, আপনি এসে দেখে যান আমাদের। আামাদের দুর্দশা আর আপনি ঘরে বসে আছেন। আমাদের কমিশানরও (৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা) আসে না আপনিও কি আসবেন না? মানুষের ডাকে কি সারা দিবেন না? জনগণ কার?’
ওই এলাকার আরেক বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ বলেন, ‘আমরা আজকে মানববন্ধন করছি পানির জন্য। অথচ আপনারা দেখবেন এটাকে রাজনীতির আওতায় নিয়ে বিষয়টিকে ঘোলাটে করার চেষ্টা করবে। যতকিছুই হোক এই পানিমুক্ত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’
তিনি আরও বলেন, দ্রুত জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সংসদ সদস্য শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ কামনা করছি। সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং প্যানেল মেয়রের কাছেও অনুরোধ জানাচ্ছি, ‘এলাকায় এসে আমাদের দুরবস্থা দেখে যান’।
নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সকাল সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডেমরা-আদমজী-নারয়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...