স্পোর্টস রিপোর্টার: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ(অ-১৭)বালক ফুটবল ২০২১বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ(অ-১৭) বালিকা ফুটবল ২০২১ এর জেলা পর্যায়ের খেলা গতকাল(মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ওসমানী পৌর স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শামীম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাহিদ পারভেজ। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অরিফা জহুরা,বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার,ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য ফিরোজ মাহমুদ সামা,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির,কোষাধ্যক্ষ মাহবুবব হোসেন বিজন,যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার সহ প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলুন উঁিড়য়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সকালে বালিকাদের প্রথম খেলায় সোনারগাঁও উপজেলা ১-০ গোলে বন্দর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের জয়সূচক গোলটি করেন সুমাইয়া। দ্বিতীয় খেলায় রূপগঞ্জের বিপক্ষে ওয়াক ওভার পায় সদর উপজেলা বালিকা দল। বিকেলের প্রথম খেলায় রূপগঞ্জ উপজেলা ৫-২ গোলে সোনারগাঁও উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের নাদিম ২টি এবং মারুফ,লিখন,রয়েল ১টি করে গোল করেন। সোনারগাঁও উপজেলার পক্ষে আরমান ২টি গোল করেন। দ্বিতীয় খেলায় বন্দর উপজেলা টাইব্রেকারে(৬-৪ )গোলে আড়াইহাজার উপজেলাকে পরাজিত করেছে।
আজকের খেলা (সেমিফাইনাল) : বালিকা-সকাল-১০ টা ও ১১টা (২টি) বালক- বিকাল ২ টা ও ৩.৩০ মি.(২টি)
আপনার মন্তব্য প্রদান করুন...