• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  না’গঞ্জে ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নারায়ণগঞ্জে এনসিডি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা জেলা প্রশাসক বরাবরে ইউরোটেক্স শ্রমিকদের স্মারকলিপি প্রদান বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আমির হোসেন বেপারী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা নারায়ণগঞ্জবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রোমেন

চাষাঢ়ার বৃক্ষমেলা শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়াহল প্রাঙ্গণে চলছে বৃক্ষমেলা। ২০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা মূল্যের গাছও পেয়ে যাবেন সেখানে।

আগামী ৩ আগস্ট পর্যন্ত মেলা চলবে সেখানে। মোট স্টল সংখ্যা ৩০টি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই বৃক্ষমেলাটি। হাতে সময় হলে ঘুরে আসতে পারেন আপনিও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর ইসলাম।

করোনা নিয়ন্ত্রণে না থাকায় গত দুই বছর বৃক্ষমেলা হয়নি। তাই এবার মেলায় খুব আশা নিয়ে পসরা সাজাতে দেখা গেছে বিক্রেতাদের। প্রথম দিনে সকাল থেকেই ক্রেতাদের ভীড়ওে দেখা গেছে চোখে পড়ার মতো। ভীড় জমাচ্ছেন শিক্ষার্থীরাও।
হরেক রকমের আম, কাঁঠাল, খেজুরসহ নানা দেশি-বিদেশি ফলের চারা গাছ মেলা প্রাঙ্গন নিয়ে এসেছে বিক্রেতারা। এর মধ্যে ছাদ বাগান করার উপযোগী গাছই বেশি। সে গুলো দিয়েই সেজেছে স্টল সবুজের মাঝে নানা ফুল আর ফলের রঙে।

ভাই ভাই নার্সারীর প্রোপাইটর মো. নুরুল ইসলাম জানান, আশা করছি, ফল, ফুলসহ বিভিন্ন গাছ নিয়ে এসেছি। আশা করছি, ভালোই বিক্রি হবে এবারের মেলাতে।এছাড়া গাছ লাগানোর টবসহ নানা উপকরণ পাওয়া যাবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।

শামীম ওসমান বলেন, আল্লাহ পৃথীবিতে সবকিছু দিয়ে দিয়েছেন। দুবাই মরুর দেশ, সেখানে এখন সবুজ হয়ে যাচ্ছে। আর আমাদের সবুজ শ্যামল দেশটি দিন দিন মরুতে পরিনত হচ্ছে। এখানে আসার পর গাছ গুলো দেখে যেমন ভালো লাগছে, মনটা উৎফল্ল হচ্ছে। খুশিও লাগছে। আশার কথা হচ্ছে-এখন অনেকে ছাদে বাগান করে, বারান্দায় গাছ লাগায়। এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, দেখতে সুন্দর লাগে আবার পয়সাও আসে। আমাদের উচিৎ বৃক্ষ রোপন করা, দেশের পরিবেশ রক্ষা করা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..