• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়ঃ সাবেক এমপি গিয়াস উদ্দিন গলাচিপায় দুইদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন  যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ না.গঞ্জ সদরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র এইচএসসি,আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রোমেন

চাষাঢ়ার বৃক্ষমেলা শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়াহল প্রাঙ্গণে চলছে বৃক্ষমেলা। ২০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা মূল্যের গাছও পেয়ে যাবেন সেখানে।

আগামী ৩ আগস্ট পর্যন্ত মেলা চলবে সেখানে। মোট স্টল সংখ্যা ৩০টি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই বৃক্ষমেলাটি। হাতে সময় হলে ঘুরে আসতে পারেন আপনিও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর ইসলাম।

করোনা নিয়ন্ত্রণে না থাকায় গত দুই বছর বৃক্ষমেলা হয়নি। তাই এবার মেলায় খুব আশা নিয়ে পসরা সাজাতে দেখা গেছে বিক্রেতাদের। প্রথম দিনে সকাল থেকেই ক্রেতাদের ভীড়ওে দেখা গেছে চোখে পড়ার মতো। ভীড় জমাচ্ছেন শিক্ষার্থীরাও।
হরেক রকমের আম, কাঁঠাল, খেজুরসহ নানা দেশি-বিদেশি ফলের চারা গাছ মেলা প্রাঙ্গন নিয়ে এসেছে বিক্রেতারা। এর মধ্যে ছাদ বাগান করার উপযোগী গাছই বেশি। সে গুলো দিয়েই সেজেছে স্টল সবুজের মাঝে নানা ফুল আর ফলের রঙে।

ভাই ভাই নার্সারীর প্রোপাইটর মো. নুরুল ইসলাম জানান, আশা করছি, ফল, ফুলসহ বিভিন্ন গাছ নিয়ে এসেছি। আশা করছি, ভালোই বিক্রি হবে এবারের মেলাতে।এছাড়া গাছ লাগানোর টবসহ নানা উপকরণ পাওয়া যাবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।

শামীম ওসমান বলেন, আল্লাহ পৃথীবিতে সবকিছু দিয়ে দিয়েছেন। দুবাই মরুর দেশ, সেখানে এখন সবুজ হয়ে যাচ্ছে। আর আমাদের সবুজ শ্যামল দেশটি দিন দিন মরুতে পরিনত হচ্ছে। এখানে আসার পর গাছ গুলো দেখে যেমন ভালো লাগছে, মনটা উৎফল্ল হচ্ছে। খুশিও লাগছে। আশার কথা হচ্ছে-এখন অনেকে ছাদে বাগান করে, বারান্দায় গাছ লাগায়। এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, দেখতে সুন্দর লাগে আবার পয়সাও আসে। আমাদের উচিৎ বৃক্ষ রোপন করা, দেশের পরিবেশ রক্ষা করা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..