মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়নগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৮ম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মো: ফয়সাল কবির স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কাজিম উদ্দিন প্রধান এমপি শামীম ওসমানের সুস্থ্যতা কামনায় ১০টি মসজিদে হাজী তুষার মাঈনউদ্দিনের দোয়া ফতুল্লায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক কবি মোঃ আলাল’র স্মরণ সভা বি.ডাব্লিউ.সি.এন এর নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত আন্তর্জাতিক লেখক দিবস : না’গঞ্জ রাইটার্স ক্লাবের উদযাপন পরিষদ গঠন সৈয়দ মুন্নার বিরুদ্ধে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে টাকা নেয়ার অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

চাষাঢ়ার বৃক্ষমেলা শুরু

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়াহল প্রাঙ্গণে চলছে বৃক্ষমেলা। ২০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা মূল্যের গাছও পেয়ে যাবেন সেখানে।

আগামী ৩ আগস্ট পর্যন্ত মেলা চলবে সেখানে। মোট স্টল সংখ্যা ৩০টি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই বৃক্ষমেলাটি। হাতে সময় হলে ঘুরে আসতে পারেন আপনিও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুর ইসলাম।

করোনা নিয়ন্ত্রণে না থাকায় গত দুই বছর বৃক্ষমেলা হয়নি। তাই এবার মেলায় খুব আশা নিয়ে পসরা সাজাতে দেখা গেছে বিক্রেতাদের। প্রথম দিনে সকাল থেকেই ক্রেতাদের ভীড়ওে দেখা গেছে চোখে পড়ার মতো। ভীড় জমাচ্ছেন শিক্ষার্থীরাও।
হরেক রকমের আম, কাঁঠাল, খেজুরসহ নানা দেশি-বিদেশি ফলের চারা গাছ মেলা প্রাঙ্গন নিয়ে এসেছে বিক্রেতারা। এর মধ্যে ছাদ বাগান করার উপযোগী গাছই বেশি। সে গুলো দিয়েই সেজেছে স্টল সবুজের মাঝে নানা ফুল আর ফলের রঙে।

ভাই ভাই নার্সারীর প্রোপাইটর মো. নুরুল ইসলাম জানান, আশা করছি, ফল, ফুলসহ বিভিন্ন গাছ নিয়ে এসেছি। আশা করছি, ভালোই বিক্রি হবে এবারের মেলাতে।এছাড়া গাছ লাগানোর টবসহ নানা উপকরণ পাওয়া যাবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।

শামীম ওসমান বলেন, আল্লাহ পৃথীবিতে সবকিছু দিয়ে দিয়েছেন। দুবাই মরুর দেশ, সেখানে এখন সবুজ হয়ে যাচ্ছে। আর আমাদের সবুজ শ্যামল দেশটি দিন দিন মরুতে পরিনত হচ্ছে। এখানে আসার পর গাছ গুলো দেখে যেমন ভালো লাগছে, মনটা উৎফল্ল হচ্ছে। খুশিও লাগছে। আশার কথা হচ্ছে-এখন অনেকে ছাদে বাগান করে, বারান্দায় গাছ লাগায়। এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, দেখতে সুন্দর লাগে আবার পয়সাও আসে। আমাদের উচিৎ বৃক্ষ রোপন করা, দেশের পরিবেশ রক্ষা করা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD