নিজস্ব প্রতিবেদক: চাষাঢ়ায় ব্যবসায়ীর বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। পূজার ছুটিতে গ্রামে গেলে অজ্ঞাত চোরচক্র বাসার দরজা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। গত শুক্রবার ফতুল্লা উত্তর চাষাঢ়া এলাকায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানাযায়, ফতুল্লা থানাধনি উত্তর চাষাঢ়া ভুট্টুর বাড়ির ৩য়তলার ভাড়াটিয়া খোকন দাস পূজার ছুটিতে গত শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি চাঁদপুরে বেড়াতে যায়। এ সুযোগে অজ্ঞাত চোরের দল ফ্ল্যাটের দরজা ভেঙ্গে নগত ৩ লাখ ২২ হাজার টাকা, ৫ভরি স্বর্ণ, ৫টি পাসপোর্ট,একাধিক ব্যাংকের চেক বই,সম্পত্তির দলিলসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী খোকন দাস শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...