রবিবার, ১১ জুন ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন

তেলের মূল্য বৃদ্ধি, গরিব মানুষ দিশেহারা: এড. ইসমাইল

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে নিম্নতম মজুরী ২৫ হাজার টাকা সহ ৬ দফা দাবিতে মজুরী বোর্ডের সামনে অনশন-ঘেরাও কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আহবানে এ কর্মসূচী পালিত হয়।

অনশন কর্মসূচিতে সভাপত্বি করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সংহতি বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দলনের সমন্বয়কারী শহিদুল ইসলাম সবুজ, শবনম হাফিজ, রাজু আহম্মেদ, বাহারানে সুলতান বাহার, সুলতানা বেগম, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হারুন সরকার, খোরশেদ আলম, রিদয় হোসেন, মনির হোসেন প্রমূখ।

সমাবেশে সভাপতি এড. ইসমাইল বলেন সরকারী কর্মচারী ও আমলাদের জন্য পূর্বাচলে ও রাজউকের প্লট ভাগ করা হচ্ছে অথচ শ্রমিকদের মাথা গোজার ঠাঁই নাই, আবাসনের ব্যবস্থা নাই। প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি এবং সরকারি ভাবে তেলের মূল্য বৃদ্ধির কারনে শ্রমজীবি ও গরিব মানুষ আজ দিশেহারা। এর জন্য দায়ি সরকার এবং মালিক শ্রেনী।
তিনি আরো বলেন এ সরকার আমলে ৩ বার মজুরী বৃদ্ধি পেলেও দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়েছে ২০ বার এতে করে ঘুরে-ফিরে শ্রমিকদের অবস্থা আগের চেয়ে এখন আরও বেশি খারাপ হয়ে গেছে।

সভাশেষে জাতীয় মজুরী বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবি গুলো হলো:
গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী ২৫ হাজার টাকা , ৬০% মহার্ঘ্য ভাতা, ১০% ইনক্রিমেন্ট, স্থায়ীভাবে পুর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ঘোষনা করা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD