নারায়ণগঞ্জে আগামী ১১ জুন দিনব্যাপী ‘নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের জন্য রয়েছে মোট ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। পাশাপাশি রয়েছে আরও ২৫টি আকর্ষণীয় পুরস্কার।
নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ চেস একাডেমি এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ দাবা ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্ট আয়োজনে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহায়তা করছে।
১১ জুন শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। এন্ট্রি ফি ৫০০ টাকা। এন্ট্রি পাঠানোর শেষ সময় ১০ জুন বিকাল ৫টা।
অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের নারায়ণগঞ্জে মোহাম্মদ শামীম ও বাংলাদেশ দাবা ফেডারেশনে আরবিটার শাহজাহান কবিরের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...