জাহাঙ্গীর হোসেনঃ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের সহযোগিতায় ও নারী কল্যাণ সংস্থা জেলা শাখার আয়োজনে নারায়ণগঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম স্বপন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক সবার কন্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ফয়েজউদ্দিন লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের প্রতিনিধি সৈয়দা অনন্য রহমান ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার।
অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে করণীয় বিশয়ের উপর বক্তব্য রাখেন নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রহিমা আক্তার লিজা, বাংলাদেশ স্কাউট না.গঞ্জ জেলা রোভার কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, শান্তির ছায়া মহিলা সমিতি ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী ফেরদৌস আরা অনা প্রমূখ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা স্যানেটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, স্বাস্থ্য সহকারী ও সেবিকাসহ জেলার বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিণ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...