শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর পুলিশ: অতিঃআইজিপি

বিডি নিউজ আই: সড়ক-মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম। শনিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন ফখরুল ইসলাম।
তিনি বলেন, কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে কাজ করছে।
অতিরিক্ত আইজিপি বলেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তায় সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। যানজটের ভোগান্তি ছাড়াই গণপরিবহন ও পশুবাহী ট্রাক নিরাপদে নিজ নিজ গন্তব্যে যাতে পৌঁছাতে পারে, সে জন্যই এ পদক্ষেপ।
অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধে যাত্রীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। এ ছাড়া এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার আলী আহম্মেদ খান, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD