জাহাঙ্গীর হোসেনঃ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৭জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
বুধবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের সাজ্জাত হোসাইন।
এ ছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মো. মাহাবুব আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খানমসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
আপনার মন্তব্য প্রদান করুন...