নারায়ণগঞ্জ ফতুল্লায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাহাব উদ্দীন (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৩), মো. মমিন (৪০), মো. ফারুক মিয়া (৩৫) ও মো. রফিক (৩৫)।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ি এলাকার জনৈক মো. বাবুল মিয়ার বাড়ির সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...