শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে ৫নং ওয়ার্ডস্থ কোতালের বাগ ক্রীড়া চক্র ক্লাবের সামনে ফতুল্লা ইউপি’র ৫নং সদস্য বাছেদ প্রধান এর সভাপতিত্বে এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা অনা।
মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, আওলাদ হোসেন, তরিকুল ইসলাম রিপন, আমির হোসেন, ইব্রাহিম মাদবর, মাজহারুল ইসলাম সুমন, মো. আব্দুস সালাম রতন ও মো. মিঠু খান প্রমূখ। এছাড়াও সভায় এলাকার মান্যগণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা এলাকার নানা সমস্যা বিশেষ করে মাদক, জলাবদ্ধতা, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য প্রদান করুন...