শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাদের পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি : তারেক রহমান সংস্কারের জন্য জাতীয় ঐক্যের খুবই প্রয়োজন : প্রধান উপদেষ্টা মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তার আশ্বাস পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস প্রকাশিত সংবাদের বিরুদ্ধে মোঃ রবিউল আউয়ালের নিন্দা দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গাজী এম সালাম দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোসা: বিউটি আক্তার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মো: রবিউল আউয়াল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইসতিয়াক উদ্দিন জারজিস

বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা: ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ ও রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শনিবার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।
সংগঠনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন মুজাহিদ কমিটির মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন মহানগর শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শ্রমিক আন্দোলন মহানগর শাখার সাধারণ সম্পাদক মুস্তফা তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, ঈদের আগেই সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এইটা না করথে শ্রমিকরা ফুঁসে উঠবে। তখন যেই পরিস্থিতির তৈরি হবে তা সামাল দেওয়ার অবস্থা থাকবে না। এটা আমরা চাই না। বাংলাদেশ আরও উন্নত হোক। তবে শ্রমিকদের পেটে লাথি মেরে এই উন্নয়ন সম্ভব না। শ্রমিকদের দুর্দশার কথা মালিকপক্ষের বুঝতে হবে। মালিক-শ্রমিক ভাই, এই স্লোগান কেবল মুখে মুখে দিলেই হবে না।
তারা আরও বলেন, সেজান জুস কারখানায় অর্ধশতাধিক প্রাণ গেছে। শ্রমিকদের তালাবদ্ধ করে তাদের কাজ করানোর যৌক্তিকতা খুঁজে পাই না। এই জঘন্য কান্ডের জন্য মালিকের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যারা এই ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD