রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে বাস প্রাইভেট কারের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ছাত্র। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহিমা খাতুন (২২)। সে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি রাজধানীর আফতাব নগর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২), মো. হাবিব (২২)।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেট কারে করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেনের হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্ন নেয় এসময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী লেনের একটি বাসের সাথে সংঘর্ঘে প্রাইভেট কারের ৫ শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মাহিমা খাতুনের মৃত্যু হয়। তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD