নারায়ণগঞ্জ রূপগঞ্জে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ দূঘটনাটি ঘটে। নিহত যুবক ঝিনাইদহ জেলার শৈলকুপা এলাকার হাশেম মিয়ার ছেলে রিংকু ।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পরিদর্শক) ফারুক জানান, রিংকু মোটর সাইকেলযোগে দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রাস্তার গর্তে পড়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আঘাত পান।
লোকজন রিংকুকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...