• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়ঃ সাবেক এমপি গিয়াস উদ্দিন গলাচিপায় দুইদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন  যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ না.গঞ্জ সদরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র এইচএসসি,আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রোমেন

রমজানের সেঞ্চুরিও জেতাতে পারেনি দুর্ণিবারকে

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
বিকেএমইএ ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক রমজানের সেঞ্চুরিও দলকে জেতাতে পারলো না। হেরে গেল দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে। সাহারা ক্রিকেট ক্লাবের ছেলেরা ম্যাচ জেতার স্পিরিট নিয়ে মাঠে খেলেছে। ফলও পেয়েছে। সকালে টস জিতে প্রথম ভুলটা করে দুর্ণিবার অধিনায়ক। ভেজা-ভারী মাঠে প্রথমে ব্যাট করতে নেমে তাকে সহায়তা করার মত ব্যাটসম্যান না থাকা সত্বেও ব্যাট করার দুঃসাহস দেখিয়েছে। দলের ব্যাটসম্যনেরা ব্যর্থ হলেও তিনি দেখিয়েছেন খেলতে পারলে রান আসবেই। ৯৩ বল খেলে রমজান ৭ ছক্কা ও ৫ চারে আউট হন ১০৪ রানে। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক খেললেও অপর প্রান্তে ব্যাটসম্যানেরা ছিল আসা-যাওয়ার মধ্যে। ৯নম্বরে নামা ইয়াসিন আকাশ ৩৫ বলে করেন ২২ রান। তার ইনিংসে চার ছিল ১টি ছয় ছিল ১টি। ২২ রান যোগ হয় অতিরিক্ত থেকে। মোট রান দুর্ণিবারের ৩৮.৫ ওভারে ১৮২(অলাাউট)। আউটফিল্ড ভেজা থাকায় সকালে আম্পায়ারদ্বয় ৪৫ ওভারের ম্যাচ নির্ধারণ করেন ৪০ ওভারে। সাহারা ক্রিকেট ক্লাবের মাহফুজুর রহমান সুমন ১৮ রানে তুলৈ নেন ৪ উইকেট। মুন্না ২৩ রানে এবং শাওন ৪৮ রানে ২টি করে উইকেট দখল করেন। জবাব দিতে গিয়ে হোচট খায় সাহারা ক্রিকেট ক্লাব। ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর ৬৩ রানে পরে যায় ৪ উইকেট। কিন্তু অসাধারণ খেলেছেন রিফাত। ৫৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬২ রান করে রিটায়ার্ডহার্ট হয়ে মাঠ ছাড়লেও জামাল হোসেনকে সঙ্গ দেন অভিজ্ঞ রাজিবুল। ৫৩ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন জামাল ৪৮ রানে। রাজিবুল ৪ চারে অপরাজিত থাকেন ২৫ রানে। অতিরিক্ত থেকে যোগ হয় ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর: দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ঃ ১৮২/১০(৩৮.৫ওভার) রমজান-১০৪,ইয়াসিন আকাশ-২২। অতিরিক্ত-২২। সুমন-৪/১৮,মুন্না-২/২৩,শাওন-২/৪৮।
সাহারা ক্রিকেট ক্লাব: ১৮৩/৪(৩৩.৪ ওভার) রিফাত-৬২(রিটায়ার্ডহার্ট),জামাল-৪৮,রাজিবুল-২৫। অতিরিক্ত-২১। নাইম-২/২৮।
আগামীকালের খেলা: শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও এম.এম.এস ক্রিকেট একাডেমী।
সকাল-৯: ০০০মি. শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..