• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ঈদের ছুটিতেও না.গঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা ঈদের ছুটিতেও না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা চলমান শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে জেলা প্রশাসকের আশ্বাস: “শহিদরা আমাদের গর্ব, তাঁদের পরিবার আমাদের পরিবার” বিএনপি নেতা রোমেন -এর ঈদ শুভেচ্ছা শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষে ঈদের শুভেচ্ছা না.গঞ্জে ৭৪টি পশুর হাটে সেবা দিচ্ছে ভেটেরিনারি টিমের ১৬০জন সদস্য নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মত বিনিময় সভা নানা আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শিক্ষা ও মানবিকতা উন্নয়নে বাংলাদেশের রোড মডেলে তৈরি হতে যাচ্ছে নারায়ণগঞ্জ 

রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয়ঃ ডিসি জাহিদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা / ১৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২১ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দেশটাকে যদি সবাই ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা যারা আছেন তারা যদি নিজেদের অবস্থান সঠিক রাখেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে অনুসরণ করবে। আপনার কর্মই আপনাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের রাষ্ট্রের যে সীমিত সম্পদ সেটা কাজে লাগাতে হবে। এ সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন এ অর্থ আপনার, আমার। শুধু যদি নিজেরটা ভাবি তাহলে হবেনা। সকলকে নিয়ে ভাবতে হবে। অন্যরা আমাদেরকে দিকনির্দেশনা দিবে সেটা চাইনা। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা যে স্বপ্ন দেখি সেটা আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। কাজ করার সময় সে সমস্যাই আসুক সেটা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। দায়িত্ব আমাদের সকলের, কারো একার দায়িত্ব না। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রত্যকের গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ে সংকিত, চারদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। যদি মনে করেন আমি আমার জীবন পার করলাম তাহলে ভুল হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য রাখতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যে ভালো কাজগুলো করবো তাতে আপনারা পাশে থাকবেন। তাহলেই একটি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করে সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সিইও হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..