বিডি নিউজ আই: লকডাউনে শ্রমজীবী মানুষদের জন্য রেশনের ব্যবস্থা, জরুরি ভিত্তিতে টিকা প্রদানসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
নেতারা বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সব নাগরিকের জন্য টিকার সুব্যবস্থা করতে হবে। টিকা নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লকডাউনে কোনো শ্রমজীবী মানুষ পেটের দায়ে রাস্তায় নামলে তাকে কোনোভাবেই হেনস্তা করা যাবে না। করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল।
আপনার মন্তব্য প্রদান করুন...