• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত সংস্কার চাই আমরাও, কিন্তু মানুষের ভোটের অধিকার নষ্ট করে নয়ঃ সাবেক এমপি গিয়াস উদ্দিন গলাচিপায় দুইদিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন  যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ না.গঞ্জ সদরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র এইচএসসি,আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা রোমেন

শিক্ষা ও মানবিকতা উন্নয়নে বাংলাদেশের রোড মডেলে তৈরি হতে যাচ্ছে নারায়ণগঞ্জ 

নিজস্ব সংবাদদাতা / ২২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ঐতিহাসিক মতবিনিময় সভা—“শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা” শীর্ষক এই সভাটি ছিল দেশের শিক্ষা খাতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একত্রিত করার অনন্য প্রয়াস। জেলার প্রশাসনিক নেতৃত্বে এই সম্মেলন হয়ে উঠেছে এক শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম।

৩১ মে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো: জুলফিকার হায়দার এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ—জনাবা নুজহাত ইয়াসমিন, বেগম বদরুন নাহার এনডিসি, জনাব মো: মিজানুর রহমান, জনাব মো: মজিবর রহমান এবং জনাব সৈয়দ মামুনুল আলম।

এছাড়াও সভায় ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো: আলতাফ হোসেন, জেলা শিক্ষা অফিসার, উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, নারায়ণগঞ্জ জেলার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান রূপ নেয় এক মহাসমাবেশে, যেখানে সকলের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক অভিন্ন অঙ্গীকার—
“কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হোক মানবতার দীক্ষা।”

এই আয়োজন নারায়ণগঞ্জে শিক্ষা খাতের সমন্বিত ও নৈতিক উন্নয়নের নতুন পথচলার দিগন্ত উন্মোচন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া-এর এই মহতী উদ্যোগ শুধু প্রশাসনিক দক্ষতার নয়, বরং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে বলে মনেকরেন উপস্থিত সকলে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..