বিডি নিউজ আই, শেরপুর সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর বাজারের খাঁন মার্কেটের সন্মুখে এর উদ্বোধন করা হয়।
জেটিভি ক্যাবল অপারেটরের কর্ণধার এবং অত্র এজেন্টের মালিক মেহেদি হাসান হালিম এর সভাপতিত্বে ও আদর্শ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ হারুন অর রশিদ এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর রিজিয়নের ব্যাংকিং এজেন্টের টিমলিডার জালাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র বিজনেজ ডেভেলপমেন্ট অফিসার বাবুল হোসেন, শেরপুর ব্রাক ব্যাংকের ম্যানেজার বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খাঁন, সেক্রেটারি ফারুক আহমেদ প্রমৃখ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ক্ষুদ্র বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীমহল সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উক্ত এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন ঘোষনা করেন অতিথিগণ। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার পর উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...