মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ’কে গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
রবিবার (৩০ অক্টোবর) সকালে সরকারি তোলারাম কলেজের মাঠ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে তাকে বিদায় সংবর্ধনা দেন কলেজের শিক্ষক মন্ডলী ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এই গার্ড অব অনারের নেতৃত্ব দিয়েছেন বিএনসিসির রমনা ব্যাটলিয়নের ব্যাটলিয়ন কমান্ডার ও সরকারি তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাজমুল হুদা, শিক্ষক পরিষদের সম্পাদক সমাপ্ত কুমার সাহা, তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও বিএনসিসির ক্যাডেট কোররা।
এসময় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ তোলারাম কলেজের সহযোগী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এমন একটি সুন্দর আয়োজন করার জন্য ।
আপনার মন্তব্য প্রদান করুন...