সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. কামাল হোসেন (৪২) ও মো. রাকিব হোসেন (২০)।
র্যাব-১১’র এএসপি সম্রাট তালুকদার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য প্রদান করুন...