রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে না.গঞ্জে ঈদ উদযাপন

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালিত হয়েছে নারায়ণগঞ্জে। ফতুল্লার লামাপাড়া এলাকায় শনিবার (৯ জুলাই) সকাল ৯টায় হজরত হযরত শাহসুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মসজিদে মাদ্রাসায় নামাজ আদায় করেন।

চট্টগ্রামের ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদ জামাতে অংশ নেন। জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। জামাতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহকে রাজী খুঁশি করার উদ্দেশ্যে কোরবানীর পশু জবাই করা হয়েছে।

১৯৯৭ সাল থেকে সৌদির সাথে মিল রেখে নারায়ণগঞ্জে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। নামাজে অংশ গ্রহকারীরা জানান, পৃথিবীর কোন প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদ উৎযাপন করি।

এদিকে, নামাজকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD