বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:১৭ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: হাজী রিপনের অসাধাচারন ও হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ সদর থানায় জিডি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে আজ সোমবার দুপুর সোয় একটায় তিনি ক্লাবের ৫ম তলা থেকে লিফটে নামছিলেন। ক্লাবে ৬ষ্ঠ তলা থেকে লিফটে এসে পঞ্চম তলায় থামে শহরের সন্ত্রাসী হিসেবে পরিচিত হাজী রিপন। আমি লিফটে উঠে তৃতীয় তলায় থামি। এখান থেকে আমার দুইজন বন্ধু লিফটে উঠে। তারা লিফটে উঠতে সাত থেকে ১০ সেকেন্ড দেরী হয়।
এ নিয়ে হাজী রিপন ও তার সাথে থাকা নীল শার্ট পড়া এক ব্যক্তি ভুই উত্তেজিত হয়ে উঠে। হাজী রিপন আমাকে আমি মিনিষ্টার হয়ে গেছি কিনা, দেখিয়ে দিবো এ ধরনের কথা বলতে বলতে নিচে নামে। নিচে লিফট থামলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ম্যানেজার শাহ আলমকে দেখতে পাই।
হাজী রিপন হৈ চৈ করতে থাকলে ম্যানেজার শাহ আলম প্রতিবাদ তরলে রিপন তার সাথ্রে উত্তেজিত হয়ে উঠে। এসময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেস ক্লাবে পিয়ন রাকিবসহ আশপাশের লোকজন চলে আসে এবং তার উত্তেজিত আচরনের প্রতিবাদ জানায়। এসময় সবার ক্ষোভের মুখে সে পালিয়ে যায়। জিডি নং ১১৪২ তারিখ ২৮-০৬-২০২১ইং।
আপনার মন্তব্য প্রদান করুন...