বিডি নিউজ আই: অমর একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন নারায়ণগঞ্জ আইন কলেজের প্রতিনিধিবর্গ।
২১শে ফেব্রুয়ারি সোমবার প্রথমপ্রহরে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় সিটি শহীদ মিনারে ফুলের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জ আইন কলেজের পক্ষে নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট সাওখাত হোসেন ভূইয়া, উপ অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল আমিন রনী, ভিপি এম.এম. হাসান, জি.এস. আমজাদ হোসেন, এ.জি.এস. সাহাদাত।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিলন দেওয়ান, মরিয়ম আক্তার পিয়াস, জহিরুল ফরহাদ, নূরে আলম, লিজা, শান্তা, তন্নি, সানি, ইভা, চম্পা, নাভিলা, ফারিয়া, দোলা, মাসুদ, সানাউল্লাহ প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...