বিডি নিউজ আই ডেস্ক: জয়ের জন্য রানের পাহাড় টপকানো লাগত বাংলাদেশের। তামিমের দুর্দান্ত শুরুতে ভিত পেয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরিতে জবাব দেন তিনি। শেষ দিকে সোহানের ঝড়ো ফিনিশিংয়ে সহজেই জিতে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে ২ ওভার হাতে রেখে। জয় পায় ৫ উইকেটে। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
এটি বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনো দলের বিপক্ষে জয়ের ফিফটি করলো বাংলাদেশ। এ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরো ১০ পয়েন্ট নিশ্চিত করলো বাংলাদেশ। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সুপার লিগের মোট পয়েন্ট ৮০। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ১৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আপনার মন্তব্য প্রদান করুন...