বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ
নবজাতকের বিপদচিহ্ন চিহ্নিতকরণ এবং সেবা গ্রহনের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যু বিষয়ক জেলা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
শনিবার (১১ জনু) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্লে ডক্টর কনসালটিং ফার্মের প্রতিনিধি নুসরাত জাহান ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাতেমা সুলতানা। বক্তব্য রাখেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন ও জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান।
সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক’র উপস্থাপনায় কর্মশালায় বিভিন্ন পেশাজীবি, ইমাম, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...