• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :

না.গঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছে ডিজিটাল সার্টিফিকেট

বিডিনিউজ আই ডেস্ক : / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ২৩৯২ জন বীর মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ডিজিটাল সার্টিফিকেট। ১০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড এবং ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জের বৃহস্পতিবার (২৮ জুলাই) বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে রাজধানী ঢাকা থেকে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু প্রমুখ।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ভাতা ভোগী বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ২৩৯২ জন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, ‘তাদের মাঝে ১ হাজারের কিছু বেশি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট আমরা পেয়েছি। আজকে ১০ জনের মাঝে বিতরণের মধ্যদিয়ে কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হলো। বাকিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে। আর যাদের কার্ড, এখনও আসেনি, তাদেরটা পর্যায়ক্রমে দেওয়া হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..