সদর উপজেলার তল্লা এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধার অসুস্থতার কথা শুনে তার বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বুধবার (২ জুন) দুপুর ১ টায় তিনি অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন এবং চিকিৎসা বাবদ নগদ পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রীর প্যাকেট ও ফলের ঝুড়ি উপহার হিসেবে প্রদান করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আমরা যেন বীর মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখের খোঁজ খবর রাখি। সেই ধারাবাহিকতায় আমরা জাতির সূর্যসন্তানদের পাশে দাঁড়াতে পেরে গর্ব বোধ করছি। ভবিষ্যতেও কোনো বীর মুক্তিযোদ্ধা যে কোনো সমস্যার পড়লে আমরা তার পাশে দাঁড়াতে চাই আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...