রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
না.গঞ্জ সদরে জাতীয় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ সদরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা না.গঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ক কর্মশালা নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান নারায়ণগঞ্জে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা ফতুল্লায় মালেক মেম্বারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে টোল বিহীন মালামাল পারাপারে এম.পি সেলিম ওসমানকে বন্দর বাসীর সাধুবাদ নারায়ণগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ

একতার বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া

 

 

বিডি নিউজ আই, মেহেদী হাসান প্রান্তঃ মানবতার ছড়িয়ে যাক, অন্তর থেকে অন্তরের এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে একতার বন্ধন ব্লাড ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে স্থায়ী পর্যায়ে তাদের স্বেচ্ছাসেবীদের কে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে ।। ২৯ শে এপ্রিল রোজ শুক্রবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের মাহমুদ নগর, কলাবাগান সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান রাসের ইসলাম জীবন । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান প্রধান, দৈনিক জাতীয় অর্থনীতি ও JA TV নারায়ণগঞ্জ জেলা বোড়ো ।
এবং স্টাফ রিপোর্টারঃ মোঃ জহরুল ইসলাম বাবু, দৈনিক জাতীয় অর্থনীতি ব্যবস্থাপনা এবং সঞ্চালনায় ছিলেন মুন্না, বাপ্পি, রাজন । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব, সাদিন, মারুফ, আতিক,সফিকুল, রিদয়, ইয়াসিন, এমন, আপু, শেখ ফরাদ, কাসেম, রুসান, আলামিন, সনি, সায়েম, পলাশ, নয়ন, আজিম, রোহান, সাজিদ, রিফাদ, নাফুও, সামির, রিহন, আবির, এমন, মিদুর, উৎস, জুবায়ের, নাহিম, সিয়াম, শুভ, আহাদ,, সাগরসহ-সকল স্বেচ্ছাসেবী রক্তদানকারীগণ , এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন এই সংস্থাটি ২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা প্রতিনিয়ত স্বেচ্ছাসেবা মূলক কাজ করে আসছেন সংগঠনটির কিছো উল্লেখযোগ্য কাজ যেমন জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে রক্ত দান থেকে শুরু করে শীতের সময় অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও করোনা কালীন সময় ছিন্নমূল মানুষদের কে ত্রাণ বিতরণ , বয়স্ক ও প্রতিবন্ধীদের মাসিক বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অন্ধদের চক্ষু পরীক্ষা ফ্রী ক্যাম্পিং, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ , মাসিক উঠান বৈঠকে মাদক নির্ণয় জন্য জিরো টলারেন্স রিঅ্যাকশন করে আসছেন তাড়া । বাংলাদেশের প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার কারোনে সমস্ত দেশকে লকডাউন এর ঘোষণা দেন সরকার সে সময় এই স্বেচ্ছাসেবীরা নির্দ্বিধায় ভয়ের আগে জয় কে জয় করার লক্ষ্যে। বিনামূল্যে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেন এবং রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে আসছেন এই সংস্থাটির সদস্যরা । তারা জনসেবামূলক কাজের পাশাপাশি রাষ্ট্রীয় সেবামূলক সকর কাজে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে অবদান রাখার চেষ্টা করেন । সর্বশেষ নারায়ণগঞ্জ লঞ্চ ডুবির ঘটনায় সর্বপ্রথম উদ্ধার অভিযানে জীবিত ৭ জন্য এবং মৃত ৩ সহ মোট ১০ জনকে উদ্ধার করেছে এই সংস্থার বেশকিছু সদস্যরা । এই নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া ,স্থানীয় জাতীয় পত্রিকায় হেডলাইনে শিরোনাম হয়েছেন, শিরোনামটি এমন ছিলো (একাই সাত যাত্রীকে উদ্ধার করেন মুন্না) সংগঠনের এই উদ্ধারকারীরা উল্লেখযোগ্য ভাবে প্রশংসনীয় হয়েছেন গণমাধ্যমে তাদের এই সাহসিকতা ও স্বচ্ছলতা কে ফ্রিডম ফাইটার নামে আখ্যায়িত করেছেন নগরের নীতিনির্ধারকরা। এই সংস্থাটি ২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের পরিচালনাতে তেমন কোনো অতিরিক্ত ব্যয় না থাকলেও তাদের আয় এর কোন উৎস নেই । মূলত ব্যবস্থাপনা ও সঞ্চালনা কমিটির স্থায়ী সদস্যদের নিজেদের ব্যক্তিগত অর্থে সদিচ্ছায় বিনিমযয়ে বিগত দুই বছর যাবত ফাউন্ডেশন টি পরিচালনা হয়ে আসছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাতে ও তাদের ব্যক্তিগত অর্থ ব্যতীত প্রাতিষ্ঠানিক কোন অনুদানের অর্থ সংস্থাটি গ্রহণ করিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটিগণ। তবে সেবামূলক সরকারি অনুমোদিত যেকোনো সংস্থার সাথে নিরলসভাবে কাদেকাদ মিলিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন সকল সদস্যবৃন্দ।রা। উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করিয়াছেন যে, পৃথিবীর সকল মুসলিমদের বর্তমান বাস্তব প্রেক্ষাপট নেয়ে বিশেষ করে অনুগত হয়েছেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম, মায়ানমার রোহিঙ্গা মুসলিম চীনে উইঘুর মুসলিম , ভারতের জম্মু কাশ্মীরের মুসলিম সহ সকল মুসলিমদের নির্যাতন থেকে হেফাজত করা এবং ইউদি ও শয়তানের ফেতনা থেকে রহমত করুন । হে আমার সৃষ্টিকর্তার পৃথিবীতে যতদিন আমাদের হায়াত নির্ধারিত করেছেন ততদিনই অসহায় মানুষদের পাশে থাকার তৌফিক দান করুন, আমাদের দোয়া কবুল করুন আমরা একমাত্র আপনার এবাদত করি এবং যতদিন বেঁচে থাকব একমাত্র আপনার এবাদত যেন করতে পারি , সেই ভাগ্য আপনি আমাদের সাবাইকে নির্ধারণ করে দিন আমিন ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD