মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একুশ শতকে ২১ হাজার ফলজ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা রোভার ও স্কাউটদের মাঝে বিভিন্ন ফলের গাছ বিতরণে করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ফলের গাছ রোপণে আপনাদের আগ্রহে আমরা আনন্দিত হয়েছি প্রচুর সারা পেয়েছি। আপনাদের আগ্রহে আমরা মুজিববর্ষে একুশ শতকে একুশ হাজার ফলের গাছ লাগানোর কর্মসূচিকে ৫০ হাজার ফলের গাছ লাগানোতে উন্নীত করেছি। এরই ধারাবাহিকতায় আজ জেলা রোভার ও স্কাউটদের মাঝে বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...