শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
জাহাঙ্গীর হোসেনঃ “স্মার্ট ভূমি সেবা” স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জে ভূমি সেবা সপ্তাহ (২২-২৮ মে) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২২মে) সকালে শহরের খাঁপুরস্থ সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচএম. সালাউদ্দিন মঞ্জু।
সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের সাজ্জাদ হোসাইন ও সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের তাঞ্জিমা আঞ্জুম সোহানিয়া’র যৌথ সঞ্চালনায় সভায় সেবা গ্রহণকারি ও বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...