বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফ-সিডা এর সহযোগিতায় নারায়ণগঞ্জে ডিএইচআইএস-২ ভিত্তিক স্বাস্থ্যের উপর ত্রৈমাসিক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আ,ফ,ম মুশিউর রহমান।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
কর্মশালায় জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, পরিসংখ্যানবিদ, সিনিয়র ষ্টাফ নার্স, সিটি কর্পোরেশন এর মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...