বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জ নগরীর নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে রানু (২৫) এবং ফরহাদ (১৮) নামের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২১ জুন) বিকেলে সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা নলুয়াপাড়া থেকে বিদুৎস্পৃষ্ট হওয়া দুই নির্মাণ শ্রমিককে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে জানা যাবে তাদের মৃত্যু কখন হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...