নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা জালকুড়িতে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক সংলগ্ন জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীবেশী ছিনতাইকারী ওই ব্যক্তি ইজিবাইক চালককে দোকান থেকে সিগারেট আনতে পাঠিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী ইজিবাইক চালক মো. আনারুল জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সাইনবোর্ড থেকে এক ব্যক্তি জালকুড়ি যাওয়ার জন্য তার অটোরিক্সা ভাড়া করে। জালকুড়ি মোড়ে আসিলে তাকে একটি গলিতে নিয়ে যায় এবং দোকান থেকে তাকে একটি সিগারেট কিনে আনতে পাঠায়। সে যাত্রীর কথা মতো সিগারেট কিনতে যায় এবং সিগারেট নিয়ে এসে দেখতে পান অজ্ঞাত যাত্রীটি তার ইজিবাইক নিয়ে চলে গেছে। এ সময় ইজিবাইকে তার উপার্জিত অর্থের ৬০০ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ও ছিল।
আপনার মন্তব্য প্রদান করুন...