নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলায় রাহাত মাতাবর (২৪) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) রাতে সাড়ে নয়টার দিকে পাগলার শাহি মহল্লার আমতলাস্থ মোদাচ্ছের মাস্টারের ভাড়াটিয়া কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্বার করা হয়।
নিহত যুবক ফতুল্লা থানার পাগলা শাহি মহল্লার আমতলাস্থ মোদাস্সের মাস্টারের ভাড়াটিয়া মৃত মোকাদ্দির মাতাবরের পুত্র।
নিহত যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ভাড়াটিয়া রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আতœহত্যা করে। এ সময় ঘরে কেউ ছিলোনা। নিহতের মা ঔষধের দোকানে গিয়েছিলো। নিহতের ভাই রায়হান (২২) বাসায় এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে রাহাতের ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।পরে পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কয়েক বছর পূর্বে নিহত রাহাতের বাবা মারা যায়। এরপর থেকে রাহাত মানসিক ভারসাম্যহীন হয়ে পরে।
আপনার মন্তব্য প্রদান করুন...