নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) বিকালে উপজেলার পূর্বাচল উপশহরের ২১নং সেক্টর পরানের টেক মাঝিপাড়া পাকা রাস্তার পাশে নির্জন জায়গা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার কালনী এলাকার জসিম উদ্দিনের ছেলে শান্ত (২০), ডিগলেরটেক বাগবাড়ী এলাকার আব্বাস আলীর ছেলে নাজমুল সরকার (২০), মধুখালী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. জাবির হোসেন (১৯), হুমায়ুন কবিরের ছেলে সিয়াম ইসলাম (১৮)।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...