নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় চনপাড়া এলাকার তার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, বুধবার সকালে মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্বজনরা। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...