স্পোর্টস রিপোর্টার ॥ মূল দল ও জুনিয়র দলের মধ্যে খেলা। জুনিয়র দলটি নবাগত। ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২০-২১ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মহসিন ক্লাব ও খানপুর মহসিন ক্লাব জুনিয়র। ৭ উইকেটে জয় পায় মহসিন ক্লাব। সকালে টস জিতে বড়রা ছোটদের ব্যাট করতে পাঠায়। কিন্তু নবাগত এ দলের খেলোয়াড়েরা ক্রিজে ঠিকমত দাঁড়াতেই পারছিলনা। ৩৯ রানেই তারা উইকেট হারায় ৮টি। মাঠে নামেন অধিনায়ক ইফতেখার সিদ্দিক রাতুল। অসাধারণ খেলেছেন রাতুল। ৯৪ বলে ৯ চার ও ২ ছয়ে ৭১ রানে আউট হয়ে ফিরেন টেন্টে। ওপেনার সিয়াম করেন ১১ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ১৩ রান। ৩৬.২ ওভারে ১১৫ রানে থেমে যায় জুনিয়র দলটির। পেসার তৌহিদ হাসান ১২ রানে ৪টি এবং রিপন মিয়া ১০ রানে পান ২ উইকেট। ব্যাট করতে নেমে মহসিন ক্লাব ২২.৩ ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে। আরমান ৬ চারে ৫২ রানে অপরাজিত থাকেন। মুজাহিদুল ইসলাম রানা ফিরেন ২১ রানে ২ চারে। সুমন চৌধুরী ১ চারে ১০ রানে থাকেন অপরাজিত। অতিরিক্ত যোগ হয় ১৭। জুনিয়র দলের হৃদয় হোসেন পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খানপুর মহসিন ক্লাব জুনিয়র: ১১৫/১০(৩৬.২ওভার) ইফতেখার সিদ্দিক রাতুল-৭১,সিযাম-১১। অতিরিক্ত-১৩। তৌহিদ হাসান-৪/১২,রিপন মিয়া-২/১০।
মহসিন ক্লাব: ১১৬/৩(২২.৩ ওভার) আরমান-৫২,মুজাহিদুল রানা-২১,সুমন-১০। অতিরিক্ত-১৭। হৃদয়-২/৩০।
আপনার মন্তব্য প্রদান করুন...