নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ” গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ।
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সার্কিট হাউজ কনফারেন্স রুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এ-র চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব, (উপসচিব) মো: আব্দুস সবুর। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান।
কর্মশালায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে দেশ ও সমাজ উন্নয়নে এবং কল্যাণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা, অধিকার ও কর্মের স্বচ্ছতা বিষয় গুলো তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ-র চেয়ারম্যান তিনি তার বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠনের উদ্দেশ্য , কর্ম পদ্ধতি ও সাংবাদিকদের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা কেউ কাউকে দোষারোপ না করে আমরা আমাদের নিজ দ্বায়িত্ব গুলো সততার সাথে পালন করলেই সমাজের সকল অনিয়ম ও দূর্ণীতি দূর হবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের দেশ ।
আলোচনা ও কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল গণমাধ্যম কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...