জাহাঙ্গীর হোসেনঃ প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ফতুল্লা ইউনিয়ন পরিষদে বসবাসরত দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এই কর্মসূচির আওতায় ফতুল্লা ইউনিয়ন পরিষদে বসবাসরত ৬হাজার ৪শ’ ৭৭ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব রায়হান ভূঁইয়া কাজল।
আপনার মন্তব্য প্রদান করুন...