• বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
ভাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ভুয়া ডেন্টাল কেয়ার বন্ধ তীব্র তাপদাহে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ট্রাফিক পুলিশের প্রশান্তি বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান না.গঞ্জ সদরে বর্জ্য ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কাশীপুরে আ’লীগের সন্ত্রাসীদের মসজিদের হামলা- ভাংচুর না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন নিন্দুকদের সমালোচনা অতিক্রম করে সততার পথে এগিয়ে যেতে চান নারী উদ্যোক্তা ইমা

মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা কমান্ডের দোয়া

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সদর উপজেলা কমান্ডের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীরে সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, নারায়ণঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, মো. আলী, সদর উপজেলা কমান্ডের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস প্রমুখ।

দোয়া মাহফিলের পূর্বে সাংসদ সেলিম ওসমান বলেন, ওনার অবস্থা দেখে আমি কথা বলতে পারছিলাম না। মনে প্রাণে আল্লাহকে ডেকেছি। আসার সময় খবর নিয়ে আসলাম। ডাক্তার বলেছে ওষুধের মাধ্যমে উনি ভালো হয়ে যাবে। আগামী সাত দিন ওনাকে ফুল রেস্টে থাকতে হবে। তার পরেও আমরা সবাই মিলে বসে দোয়া করতে পারি সেখান থেকে একজন মানুষের দোয়াতো আল্লাহ কবুল করতে পারে। সেজন্যে আজকের এই দোয়া মাহফিল। আমি আশা করি আপনাদের কারো না কারো দোয়ায় মোহাম্মদ আলী আমাদের মাঝে আবারো ফিরে আসবেন।ওনার শরীরের অবস্থার কথা শুনে আমি মানসিকভাবে ভেঙ্গে পরেছিলাম। উনিও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। উনিও যেভাবে রাজনীতি না করে রাজনীতিবিদ আমিও রাজনীতি না করে রাজনীতিবিদ। যার কারণে দীর্ঘ দিন ধরে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক। আমার জীবনটা এখন খুব কঠিন হয়ে গেছে কালকে যদি উনি চলে যেতেন তাহলে আমি হয়ত আজকে থেকে অবসরে চলে যেতাম। আমি হয়ত আপনাদের সামনে আসতাম না। আমিও তো একটা মানুষ, আমারো তো একটা সঙ্গীর প্রয়োজন আছে। আপনাদের দোয়া হয়ত আমাদের উপর আছে ,সেজন্য কোনো ওষুধ না নিয়ে ১৪ মাস পর্যন্ত আমি আছি।

বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..