• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয়ঃ ডিসি জাহিদুল ইসলাম রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিতে অভিযানে কারাদণ্ডসহ ৫ লক্ষ টাকা জরিমানা ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষবেলা সংগঠনের আলোচনা সভা বন্দর মুছাপুরে এস এস সি পরিক্ষার্থী সিমি ও শিশু সোয়াইফকে মারধর, ভাঙ্গচুর ও লুটপাট শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত “শ্রমিক শ্রেণীর জীবন মান উন্নয়ন ও মজুরী শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান এর পিএইচডি ডিগ্রী অর্জন নানা আয়োজনে উদযাপিত নারায়ণগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে -ডিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জে আবারও কোভিডের টিকা প্রদান শুরু

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১

নারায়ণগঞ্জে আবারও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯ জুন) চীনের সিনোফার্মের তৈরি টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে জেলায় ১৮ হাজার ডোজ টিকা এসেছে। তবে এবার ছয়টি কেন্দ্রে নয়, কেবল কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে টিকা প্রদান করা হচ্ছে।
জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, জেলায় সিনোফার্মের তৈরি ১৮ হাজার ডোজ টিকা এসেছে। কেবল নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। তবে জেলার যেকোনো স্থান থেকে রেজিস্ট্রেশন করা ব্যক্তি এই কেন্দ্রে টিকাকার্ড হাতে নিয়ে আসলে টিকা পাবেন। প্রথম ডোজ নেওয়ার নির্দিষ্ট সময় পর দ্বিতীয় টিকা প্রদান করা হবে।
গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান অর্থ্যাৎ গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়। গত ২৫ মে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এক সপ্তাহ পূর্বেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার মজুদ শেষ হয়েছে। মজুদ না থাকায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে পারেননি অনেকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদুল বলেন, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে। অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার ডোজ সরবরাহ করা হলে তাদের টিকা দেওয়া হবে। অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে পরে দ্বিতীয় ডোজ হিসেবে সিনোফার্মের টিকা নেওয়া যাবে না।’
একাধিক ডোজের টিকা নেওয়ার ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে হয়। কোভিডের জন্য টিকার প্রথম ডোজ নেওয়ার পর অন্তত ৪ সপ্তাহ অপেক্ষা করতে হয়। এই সময়ের পূর্বে টিকা নেওয়া যাবে না। তবে এই সময়ের পর সময় দীর্ঘ হলেও কোনো সমস্যা নেই, বলেন ডা. জাহিদুল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..