শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন

আড়াইহাজারের ওসি নজরুল মাদারীপুরে বদলি

ওসি নজরুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির এ নির্দেশ দেয়া হয়। মাদারীপুর জেলায় তাকে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বদলি হওয়া ওসি নজরুল ইসলাম নিজেই।

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ওসির দায়িত্ব পালন করেছি। চাকরির স্বাভাবিক নিয়ম অনুযায়ী মাদারীপুর জেলায় আমাকে বদলি করা হয়েছে। আগামী ৬ জুনের মধ্যে বদলি হওয়া জেলায় যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সময়ের মধ্যেই সেখানে যোগদান করবেন বলে জানান নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD