শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন

একবেলা আহার বিতরণে নারায়নগঞ্জের স্থান ফেইজ বুক গ্রুপ

রমজান মাস জুরে একবেলা আহার বিতরণে নারায়নগঞ্জের স্থান ফেইজ বুক গ্রুপ

মোঃশফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি-

পবিত্র রমজান মাসে প্রতিদিনই ইফতারের পূর্ব মূহুর্তে রান্না করা খাবাইর নিয়ে ” একবেলা আহার” ক্ষুদ্র প্রজেক্ট পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরন করে চলছেন সামাজিক স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা রিপা আক্তার ও অন্যান্য সদস্যগন।

নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা রিপা আক্তার ছোট বেলা হতেই মানবিক সহযোগিতার মন মানসিকতা নিয়ে বড় হয়ে উঠেন।নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নানা কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে এখন সে নিজেই অসহায় নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে চলছেন।
সে সমাজের সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে অবিরাম কাজ করে চলছেন।
সামাজিক সেবামূলক কাজের অংশ হিসেবে নারায়নগন্জ স্থান গ্রুপের পক্ষ থেকে একবেলা আহার শ্লোগানে খাদ্য বিতরন পবিত্র রমজান মাস জুড়ে।
তাঁর এ সেবা মূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন তাঁর নিকট আত্নীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী ও গ্রুপের সদস্য এবং নারায়ণগঞ্জ স্থান এর এডমিন পেনেল গন
সার্বক্ষণিক এ মহতীকাজে সহযোগিতা করে চলছেন তাঁর ছোট বোন বিথী, ও তাঁর ছেলে রুদ্র মেয়ে রিমুসহ নারায়ন গন্জ গ্রুপের সদস্য প্রমূখ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2020 bdnewseye.com
Developed BY M HOST BD