বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জনদল (বিজেডি) এর উদ্যোগে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকেল রামারবাগ মডেল স্কুলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক মুক্তিজোটের প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শরীয়া আন্দোলনের চেয়ারম্যান মুফতি মাসুম বিল্লাহ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন- বাংলাদেশ জনদল (বিজেডি) এর মহাসচিব সেলিম আহমেদ। এ সময় বাংলাদেশ জনদল (বিজেডি) এর চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী’র সভাপতিত্বে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ জনদলের ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান হাবিব, আবুল হাসেম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, রামারবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, আনিছুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. বিউটি আক্তার, দলের উপদেষ্টা প্রফেসর তারেক রহমান সরকার, কামাল প্রধান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও রামারবাগ মডেল স্কুলের পরিচালক এড. আব্দুল মান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুম সরকার, প্রকাশনা ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক জিহাদ।
উপস্থিত সকলের সামনে এসময় মাহি বি চৌধুরী এমপি মোবাইল ফোনে বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য প্রদান করুন...