• শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
  • |
  • Bangla Converter
  • |
শিরোনাম :

জাতীয় নীট ডাইং গা‌র্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডা‌রেশনের দোয়া

বিডিনিউজ আই ডেস্ক : / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
আজ‌মেরী ওসমা‌নের জন্ম‌দিন উপল‌ক্ষে জাতীয় নীট ডাইং গা‌র্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডা‌রেশনের মাস্ক ও হ্যান্ড সে‌নিটাইজার বিতরণ ।

সি‌দ্ধিরগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৫ আস‌নের চারবা‌রের সাংসদ প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমান ও তার সহধ‌র্মিনী পারভীন ওসমান এর একমাত্র তনয় আলহাজ্ব আজ‌মেরী ওসমান এর প‌ক্ষে জাতীয় নীট ডাইং গা‌র্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডা‌রেশন (রে‌জিঃ ৪৩৯৩) সি‌দ্ধিরগঞ্জ থানা শাখার উ‌দ্যো‌গে মিলাদ, দোয়া এবং মুস‌ল্লি ও সাধারন জনগ‌নের মা‌ঝে মাস্ক ও হ্যান্ড সে‌নিটাইজার বিতরণ করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার বাদ আসর আদমজী বাস ষ্ট্যান্ড জা‌মে মস‌জি‌দে আলহাজ্ব আজ‌মেরী ওসমা‌নের জন্ম‌দিন উপল‌ক্ষে জাতীয় নীট ডাইং গা‌র্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডা‌রেশন, নারায়ণগঞ্জ জেলার সভাপ‌তি মোঃ লিয়াকত হো‌সেন বেপারীর তত্বাবধায়‌নে এবং সি‌দ্ধিরগঞ্জ থানার সভাপ‌তি মোঃ রাজু আহ‌ম্মেদ এর সভাপ‌তি‌ত্বে মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হয়। প‌রে মস‌জি‌দের বাই‌রে মুস‌ল্লি‌ ও সাধারন জনগ‌নের মা‌ঝে মাস্ক ও হ্যান্ড সে‌নিটাইজার বিতরণ করা হয়। দোয়া মাহ‌ফি‌লে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা এ.কে.এম নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা সহ তার সহধ‌র্মিনী পারভীন ওসমান, পুত্র আলহাজ্ব আজ‌মেরী ওসমা‌ন সহ প‌রিবা‌রের সকল সদস্যদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া করা হয়। দোয়া প‌রিচালনা ক‌রেন আদমজী বাস ষ্ট্যান্ড জা‌মে মস‌জি‌দের ইমাম মাওলানা মোঃ মোস‌লেউ‌দ্দিন। দোয়া মাহ‌ফিল ও মাস্ক বিতরণ কর্মসূচী‌তে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন মোঃ নিক্সন, হা‌ফিজুর রহমান মামুন, ‌মোঃ হাসান আলী, মোঃ ম‌নোয়ার হো‌সেন ম‌লিন, মোঃ ম‌নির হো‌সেন, মোঃ আলী হায়দার, মোঃ মাহাবুব, মোঃ ক‌বির হো‌সেন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..