বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
শনিবার (২৯ মে) বিকেল সাড়ে ৩ টায় কালিবাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালামের নেতৃত্বে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, অ্যাড. রফিক আহম্মেদ, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...